প্রতিক্ষণ ডেস্ক
সারাদিনের ধুলা-বালি আর ক্লান্তি এসে আক্রমণ করে আমাদের ত্বককে। আর এর ফলে পড়তে হয় যত বিপত্তিতে। নিজের জন্য দিনে কিছুটা সময় বের করে একটু সচেতনতা অবলম্বন করলেই আপনিও পেতে পারেন সুন্দর ও পরিষ্কার ত্বক।কথায় আছে না, সচেতনতায় সজীবতা! কথাটি কিন্তু আপনার জন্যও প্রযোজ্য।তাহলে ত্বককে পরিষ্কার রাখার কিছু উপায় জেনে নিন।
-ত্বকের ধরণ অনুযায়ী দিনে অন্তত ৩-৪ বার ভাল মানের ফেসওয়াস বা সাবান ব্যবহার করতে করুন।
-তৈলাক্ত ত্বকের জন্য ছোলার ডাল ও টক দই এক সাথে পেস্ট তৈরি করে ব্যবহার করতে পাড়েন।
-ত্বক যদি শুষ্ক হয়,তাহলে দুধের সর ও ময়দা দিয়েও ত্বক পরিষ্কার করতে পাড়েন।
-স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে মুলতানি ও মধু এক সাথে মিশিয়ে ত্বক পরিষ্কার করা যায়।
-ত্বক পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
-রাতে ঘুমতে যাওয়ার আগে লেবু আর চিনির মিশ্রণ ত্বক পরিষ্কারের জন্য অনেক উপকারী।
-নারকেল তেল ব্যবহার করেও আপনি ত্বক পরিষ্কার করতে পারেন।
-এ্যালোভেরা ব্যবহার করে রোদে পোরা কালো দাগ দূর করতে পাড়েন।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি