ত্রিমোহনী এলাকায় অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি:
আবারও সকালের দিকে গোলাগুলির শব্দ শোনা গেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ বৃহস্পতিবার সকাল ৯টার পরে আবারও আস্তানায় অভিযান শুরু করেছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে সোয়াটের অভিযান সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এ অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন ঈগল হান্ট’। আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। এদিকে গতকাল ভোর থেকেই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঢাকা থেকে সোয়াট পৌঁছার পর অভিযান শুরু হয়।
স্থানীয়রা অধিবাসীরা বলেছেন, শিবগঞ্জের প্রত্যন্ত এলাকা মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী গ্রামের যে বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে, তার মালিক সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের। সেখানে রফিকুল ইসলাম আবু তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় নিজ বাড়ি থেকে আধা মাইল দূরে জেন্টু বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম আবু।
প্রতিক্ষণ/এডি/শাআ