থাইল্যান্ডে আরো ৩০ কবরের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শংখলা অঞ্চলে একটি অব্যবহৃত মুসলিম গোরস্থানে অবৈধ অভিবাসীদের আরো ৩০টি কবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
এসব কবর মিয়ানমারের হতভাগ্য রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশিদের বলে ধারণা করা হচ্ছে।
পুলিশে সূত্রে পত্রিকাটি জানায়, শংখলার হাত ইয়াই জেলার এই গোরস্থানটিকে মানবপাচারকারীরা বন্দীশিবির হিসেবে ব্যবহার করতেন।
গ্রামবাসীরা বলছেন, প্রায় ১ বছর ধরেই নতুন এই কবরগুলো তারা দেখে আসছেন। তারা পুলিশকে জানান প্রায় ৪০ বছর যাবত কবরস্থানটি অব্যবহৃত পড়ে আছে।
গত সপ্তাহে এই অঞ্চলের একটি বন্দীশিবিরে যে ৩২টি কবর পাওয়া গেছে এগুলো একই রকম বলে কর্মকর্তারা জানান।
নতুন আবিষ্কৃত এই ৩০টি কবরের লাশ পরীক্ষার জন্য কবরগুলো খোঁড়া হবে বলেও পুলিশ জানায়।
প্রতিক্ষণ/এডি/কেয়া