জিডি করলো নিখোঁজ সাংবাদিকের পরিবার

প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০১৫ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

journalist+sajibলঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পরেও সন্ধান পাওয়া যায়নি সাংবাদিক আওরঙ্গজেব সজিবের(৪৫)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার। সজিব একটি দৈনিক পত্রিকাসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ঢাকা মেডিকেল (ঢামেক)কলেজ প্রতিনিধি।

জিডিতে বলা হয়েছে, রোববার সকালে ঢাকা মেডিকেলে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার চকবাজারের বাসা থেকে বের হন সজীব।
তবে দুপুরে চাঁদপুরে এমভি তাকওয়া নামের একটি লঞ্চে তার দুটি মোবাইল ফোনসেট ও সাংবাদিক পরিচয়পত্র পাওয়া যায়।

নিখোঁজ সাংবাদিক বাংলাভিশন, সময়, যমুনা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

লঞ্চের কর্মচারী পুলিশকে জানিয়েছেন, মুন্সীগঞ্জের মুক্তারপুরের কাছে এক ব্যক্তি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে লঞ্চ কর্মচারীর এই দাবি সত্য কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি নৌ-পুলিশ।

এদিকে তার মোটরসাইকেল ঐ দিন সকাল থেকে ঢামেক পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সজিবের পরিবারের জিডির পর পুলিশ তার সন্ধানে তদন্ত শুরু করেছে ।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G