দঁড়ির লাফে কুকুরের বিশ্ব রেকর্ড
প্রতিক্ষণ ডেস্ক:
দঁড়ির লাফ দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে জাপানের একটি কুকুর। দেশটির শিজুওকা শহরের ইটোতে কুকুর পুরিন, রশি না র্স্পশ করেই তার মনিব মাকোতো কুমাগাইয়ের সাথে একটানা ৫৮বার লাফ দিয়ে গড়েছে এই বিশ্ব রেকর্ড।
এই চারপেয়ে প্রাণীটি, বছরখানেক আগে ফুটবলের গোলকিপিং এবং ফুটবলের উপর দাঁড়িয়ে মাত্র ১১ সেকেন্ডে ১০ মিটার পথ অতিক্রম করেও রেকর্ড গড়েছিলো।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস