দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের রেকর্ড নেই

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২২ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১১ অপরাহ্ণ

২০২২ টি২০ বিশ্বকাপ আসরে বাংলাদেশ ১৫ বছর পর মুল পর্বে জয়ের স্বাদ পেল। কিন্তু টি২০ বিশ্বকাপ-ই নয়, আজ অবদি টি২০ ম্যাচে কোন জয়ই নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে!

এটাই বাস্তবতা, এটা মাথা রেখেই কাল ২০২২ টি২০ বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী।
প্রতিপক্ষ আফ্রিকানরা এ যাবত কালে ২০০৭ থেকে ২০২১ অবদি ৭টি টি২০ খেলেছে টাইগারদের বিপক্ষে। জয় তুলেছে সব ম্যাচেই। যা মধ্যে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠ মিরপুরে খেলেছে ২ ম্যাচ। বাকী ৫টি দেশের বাইরে।

২০০৭ সালের টি২০ বিশ্বকাপ আসরে ৭ উইকেটের হার দিয়ে আাফ্রিকানরা জয়ের যাত্রা শুরু করে টাইগারদের বিপক্ষে। আজও বহার রেখেছে। ২০১৮ সালে জিতেছে ১২ রানে। সেটাই ছিল টাইগারদের আফ্রিকানদের বিপক্ষে অল্প ব্যবধানে হার। এরপর ২০১৫ সালে ৫২ রানে হার, ২০১৫ সালে ৩১ রানে হার, ২০১৭ সালে ২০ রানে হার, ২০১৭ সালেই ৮৩ রানে আর ২০২১ সালে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।
নেদারল্যান্ডসকে ১০ রানে হারানোর পর কাল আফ্রিকানদের বোলারদের মোকাবেলাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ নেদারল্যান্ডস-র চেয়ে আফ্রিকানা অনেক প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তি। তাছাড়া এরপর তো পাকিস্তান আর ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হবে।

তাই এটা বলা যায়, কাল আফ্রিকানদের সাথে কাল কি কতটা প্রতিরোধ গড়ে সাকিবরা,সেটাই বলে দেবে পরের বড় ম্যাচ গুলোতে . . . ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G