দক্ষিণ কোরিয়ায় নিহত তিন
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
দক্ষিণ কোরিয়ার এক বিপণীবিতানে এক বন্দুকধারীর হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে রাজধানী সিউল থেকে ৭৫ মাইল দূরের সেজং শহরে ওই হামলার ঘটনা ঘটে।পুলিশের সন্দেহ প্রেমঘটিত কারণে এই হামলার ঘটনা ঘটেছে।
অজ্ঞাতনামা ওই বন্দুকধারী সেজং শহরের এক বিপণীবিতানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেন। হামলা শেষে পালিয়ে যাওয়ার আগে তিনি ওই দোকানে আগুন ধরিয়ে দেন। পরে ঘটনাস্থলের নিকটবর্তী স্থান থেকে সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তার মৃতদেহের কাছ থেকে হামলায় ব্যবহৃত রাইফেলটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে নিজের সাবেক প্রেমিকার দোকানে হামলা চালায় ওই বন্দুকধারী। তিনি গুলি করে প্রেমিকার বর্তমান প্রেমিক, বাবা এবং ভাইকে হত্যা করেন। পরে মাথায় গুলি করে নিজেও আত্মহত্যা করেন।
এদিকে এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই প্রেমিকা। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কোরিয়ার গোংজু শহরের এক পুলিশস্টেশন থেকে রাইফেল চুরি করেছিলেন ওই ব্যক্তিটি।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় এ ধরণের বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটিতে প্রত্যেক নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও ব্যক্তিগতভাবে তাদের বন্দুক রাখার অনুমতি দেয়া হয়না। কেবলমাত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরাই আগ্নেয়াস্ত্র বহন করতে পারে।
প্রতিক্ষণ/এডি/রাসেল