দক্ষিণ কোরিয়া সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৭ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

যুদ্ধ যুদ্ধ উন্মাদনার মধ্যে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী উপদ্বীপে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

স্থানীয় সময় রোববার রাতে পেন্স দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিক এলাকার প্রবেশপথে পৌঁছেন।

এবারের ১০ দিনের এশিয়া সফরে পেন্স দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছাড়াও আরো চারটি দেশ সফর করবেন বলে জানিয়েছে বিবিসি।

পেন্স তার সফরে পিয়ংইয়ংয়ের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলায় করণীয় এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ নিয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক সামরিক বন্ধুত্ব রয়েছে।’

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। মাত্র একদিন আগেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে যে তারা পরমাণু হামলার জন্য প্রস্তুত রয়েছে।
দেশটি এরই মধ্যে পাঁচটি পরমাণু পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থান নিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় তাঁর দেশ একাই ব্যবস্থা নিতে সক্ষম।

এদিকে চীন কোরীয় উপত্যকায় যেকোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G