দরপতন অব্যাহত পুঁজিবাজারে

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

puji bazarদেশের উভয় বাজারে দরপতন অব্যাহত রয়েছে। টানা তিন দিনই দরপতনে শেষ হয়েছে লেনদেন। আজ দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের পরিমাণ কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় ।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১১৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭ দশমিক ১৭ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৬৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড, গ্রামীণফোন, এ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড এবং লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির, দর কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G