দরিদ্র শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী প্রদান

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট

বাগেরহাটে আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় পাচঁ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পোশাক বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

কোমলমতি শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন স্কুল ব্যাগ ও পোশাক পেয়ে উল্লাসে মেতে ওঠে।

বাগেরহাট

সুইফট ফ্রেইট ইন্টারন্যাশনাল লি. এর ব্যাবস্থাপনা পরিচালক ড. সেখ ফরিদুল ইসলামের সার্বিক সহযোগীতায় রামপাল ও মংলা উপজেলার ৮টি বিদ্যালয়ের এসব শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পোশাক বিতরন করা হয়।

বাগেরহাট

ড. ফরিদুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি যারা বিত্তবান ব্যাক্তিরা রয়েছেন তাদের সহযোগীতায় অযোগাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতায় এগিয়ে আসলে শিক্ষা ক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

বাগেরহাট ২

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার বোরহান উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী মোসলেন্দার আলী, মহাসীন কবির, মো. ফিরোজ কবীর, মাসুদুর রহমান পিয়াল, ইকরাম ফরাজী প্রমুখ।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G