জাপার তিন মন্ত্রীকে পদত্যাগের আহবান

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ersadমন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির তিন মন্ত্রীকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

সোমবার বিকেলে রংপুর শহরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।

এরশাদ বলেন, আমাদের দলের তিনজন সরকারের মন্ত্রিসভায় রয়েছেন। আমরা তাহলে কিসের বিরোধী দল। বিরোধী দল হতে হলে আমাদের দলের তিনজনকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে। তখন আমরা সত্যিকারের বিরোধী দল হিসেবে কাজ করতে পারব।

তিনি বলেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমার ওপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তার প্রতিশোধ নিতে চাই।

এরশাদ বলেন, বিএনপি আমার অস্তিত্ব বিলীন করতে চেয়েছিল, এখন তাদেরই অস্তিত্ব বিলীন হতে বসেছে।

উল্লেখ্য, জাতীয় পার্টি বর্তমান দশম জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করলেও  দলটির তিন নেতা আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় আছেন। এরা হলেন-পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G