দল না পাওয়া মমিনুলের জন্য বিসিবি চেষ্টা চালাচ্ছে

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৪, ২০২২ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন  বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে  শেষ পর্যন্ত দল পেলেন না মমিনুল হক। নিলামে কোন দল  আগ্রহ দেখায়নি মমিনুল হকের প্রতি। বিপিএল প্লেয়ার্স ড্রাফট গতকাল শেষ হবারপর বার বার আলোচনায় ছিলেন টেষ্টে সাবেক এই অধিনায়ক।

সাতটি দলের কেউই বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকের প্রতি আগ্রহ না দেখানোর কারণে অনেকেই অবাক হয়েছে।

তাহলে কি এবারের বিপিএল আসরে মমিনুলকে দেখা যাবে না! বিসিবিতে খোঁজ নিয়ে জানা গেছে শীর্ষকর্তাদের মধ্যে মমিনুলকে নিয়ে আলোচনা অব্যাহত আছে। একাধিক দলের সঙ্গে বিপিএল গভার্নিং কমিটি কথাও বলেছে এর মধ্যে। তবে এখনও কোন সাড়া পায়নি বিপিএল গভার্নিং কমিটি।

তবে চেস্টা চলছে শেষ মূহুর্তেহলেও যেন মমিনুল হক দল পেয়ে যান সে চেস্টা করছে বিসিবি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G