দশ দিন সূর্য উঠবে না !

প্রকাশঃ আগস্ট ১২, ২০১৫ সময়ঃ ১০:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

surjoচলতি বছরের নভেম্বরের ১৯ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত গোটা দুনিয়ার সম্পূর্ণ অন্ধকার থাকবে। সূর্য উঠবে না আকাশে। এমন কথা নাকি জানিয়েছে নাসা।

NewsWatch33.com নামের এক ওয়েবসাইটে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে তোলপাড় পড়ে যায়। ১০ লক্ষ বছরের মধ্যে নাকি এই প্রথমবার এমন বিরল ঘটনা ঘটছে বলে নাসা জানিয়েছে।

গত বছর ডিসেম্বরে এমন একটা খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল ২০১৫ সালের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ১৫ দিনের জন্য দুনিয়া সম্পূর্ণ অন্ধকার থাকবে।
সেই ওয়েবসাইটে ১৫ নভেম্বর থেকে বিশ্বের অবস্থা কেমন হবে তার বর্ণনাও দেয়া হয়েছে।

বলা হয়েছে দু তিন রাতের পর মানুষের কাছে বিরক্তির হয়ে দাঁড়াবে। তারপর হবে নানা রকম ব্যাধির প্রকোপ। বিদ্যুতের সঙ্কট দেখা যাবে। বিভিন্ন ধরনের লাইট বিক্রি বেড়ে যাবে। বাড়বে আত্মহত্যার ঘটনা।

এই খবরের সত্যতা যাচাইয়ের জন্য নাসার মুখপাত্রে সঙ্গে যোগাযোগ করে ইউরোপের প্রখ্যাত সাংবাদিকরা। কিন্তু প্রথমে কোনও রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পরে অবশ্য নাসা জানায় এই খবরের সম্পূর্ণটাই কাল্পনিক।

প্রতিক্ষণ/এডি/এমএস


সবাই যা পড়েছেঃ

দেখা মিলল সাদা তিমির(ভিডিও)

#   পৃথিবীর রহস্যময় ৪টি ঘটনা

#   যমজ সন্তানের কারখানা কোধিনি গ্রাম

#   ঝামেলামুক্ত ৭টি দারুণ কৌশল ওজন কমানোর

#   কান্নায় ভেঙ্গে পড়েন পরীমনি

#   মজার ফুটবল খেলার ভিডিও

পুরুষের অপছন্দ যে ৬ নারীকে

#   সাইকেল চুরি করা এখন অসম্ভব!


প্রতিক্ষন/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G