দাউদকান্দিতে বিএনপির ভোট বর্জন

প্রকাশঃ মে ৯, ২০১৫ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

DAUD KANDIদাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মাসুম রেজা মিন্টু এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ ঘোষণা দেন।

মিন্টু অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে একতরফাভাবে আনারস প্রতীকে সিল মারেন।

আইন শৃংখলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের কোনো তৎপরতা ছিলনা বলে অভিযোগ করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত থাকা কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G