দাউদকান্দিতে ভোটগ্রহণ চলছে
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে ৯৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ২ শত ৪৯ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৮ শত ৫ জন। ৯৫ টি কেন্দ্রের ৬৫৩ টি বুথে এ নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে। তবে এর মধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত কুমিল্লা ১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ও বিএনপি’র সমর্থিত প্রার্থী মোঃ আবুল হাসেমের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
এদিকে নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে দাউদকান্দিতে তিন প্লাটুন সেনা সদস্য মোতায়েন রয়েছে।
দাউদকান্দির ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আটজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, তিন প্লাটুন সেনা সদস্য, দুই প্লাটুন বিজিবি, র্যাবের চারটি টিম, পুলিশের ৯৯০ জন সদস্য এবং এক হাজার ১৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিয়ে দাউদকান্দি উপজেলা গঠিত।
প্রতিক্ষণ/এডি/রফিক