দাগহীন সুন্দর চোখ পেতে করণীয়

প্রকাশঃ ডিসেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৭:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ পূর্বাহ্ণ

চোখচোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকা চাই । মনের ভাষা বুঝতে কেউ আপনার চোখের দিকে তাকিয়ে দেখলো চোখের চারপাশ ছেয়ে গেছে কালো দাগে। নিস্প্রাণ হয়ে আছে আপনার চোখ জোড়া । তার পরেই শুরু হয়ে গেলো প্রশ্ন,রাতে ঘুম হয় না? খুব বেশি দুশ্চিন্তা করো? মাইগ্রেনের সমস্যা আছে? আরও কত কথা, উত্তর দিতে দিতে আপনি হাঁপিয়ে উঠেন।

এই নিয়ে আপনার সমস্যারও শেষ নেই। সমাধানের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজ হচ্ছে না কিছুতেই । কিন্তু মনে রাখবেন এটা স্কিনের কোন জটিল সমস্যা নয়। তবে দাগহীন চোখ পেতে সব বয়সীদেরই স্কিনের এই অংশের প্রতি বিশেষ যত্নশীল হওয়া উচিত। জেনে নিন কি কি উপায়ে এর যত্ন নিবেন।

যত্ন:

– ১-২টি আলু ছেচে রস বের করে নিন। তারপর ওই রসে তুলা ভিজিয়ে দুই চোখের উপর দিয়ে ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

– নিয়ম করে সপ্তাহে অন্তত চার দিন টমেটো আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে চেখের উপর লাগিয়ে রাখুন। এতে ভালো ফল পাবেন।

– কয়েকটি আমন্ড বাদাম বাটে অল্প একটু দুধ দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। তারপর চোখে ১৫ মিনিট চোখে রাখুন। এভাবে এক সপ্তাহ রোজ লাগাতে হবে।shajghor_Eye-Black-Spot

-আনারসের রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটি পেস্ট বানান,১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

-রাতে শোয়ার আগে চোখের চারপাশে ভিটামিন ই এবং সি সমৃদ্ধ ক্রিম লাগান।

-পুদিনা পাতা বেটে লাগালেও ভালো উপকার পাবেন,শুধু তাই নয় ক্লান্ত চোখের জন্যেও এটা খুব উপকারী।

-ডিমের সাদা অংশ নিয়ে চোখের চারপাশে লাগান,১৫ মিনিট লাগিয়ে রাখুন।এতে চোখের চারপাশের চামড়া টান টান হবে এবং কালো দাগও কমবে।

-শশার রস চোখের কালো দাগের জন্য খুবই উপকারী। শশার রস আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগালে তাড়াতাড়ি কাজ হবে।

-প্রত্যেক দিন অন্তত এক বার করে গোলাপ জল লাগালে উপকার পাবেন। ২০ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন।

-দু ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ঘুমোতে যাওয়াচোখের-নিচের-কালো-দাগ-দূর-করার আগে চোখের চারপাশে লাগান এবং আস্তে আস্তে ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন, সকালে ধুয়ে ফেলুন।

যে সব কারণে চোখের নিচে কালো দাগ পরে:

-বয়স বাড়ার ফলে চোখের নিচে কালো দাগ পরে।
-রুক্ষতার জন্যও হয়ে থাকে।
-অনেকক্ষণ কম্পিউটার এর সামনে বসে কাজ করলেও এমন হয়।
-অনেক সময় বংশপরম্পরায় এমনটা হয়।
-চোখের চারপাশের চামড়া মুখের অন্য অংশ থেকে অনেক বেশি পাতলা হওয়ার ফলেও এই সমস্যা হয়।
-মুখের এই অংশে কোনও অয়েল গ্লান্ড থাকে না বলেও হতে পারে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G