ভারতের শ্যুটার দাদি

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৭ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

অনেকটা শখের বসেই হাতে বন্দুক তুলে নিয়ে ছিলেন অশীতিপর বৃদ্ধা চন্দ্র তোমার। ঘটনাটি আজ থেকে ১৭ বছর আগের। ভারতের বাঘপাত জেলার জোহারি গ্রামের বাসিন্দা চন্দ্র তোমার নিজের নাতনিকে নিয়ে গিয়েছিলেন শ্যুটিং রেঞ্জে শ্যুটিং দেখানোর জন্য।

সেই থেকে ভালো লাগা আর ভালো লাগা থেকে কখন যে হাতে বন্দুক – এটি ভেবে ৮১ বছরের বৃদ্ধা চন্দ্র তোমার নিজেও অবাক হন ।

এলাকায় শ্যুটার দাদি নামেই পরিচিত চন্দ্র তোমার। কারণ, তার মত বন্দুকের গুলি ছুঁড়ে লক্ষ্যভেদ করার মতো প্রতিভা খুব কম মানুষেরই হয়ে থাকে।

জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্যুটার দাদি অর্জন করেছেন ৫০টিরও বেশি পদক।

এ নিয়ে তিনি জানান, ‘‘ ২৫ বারেরও বেশি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। তবে, এর মাঝে স্মরণীয় হয়ে রয়েছে দিল্লির ডি.আই.জি’র বিরুদ্ধে জয়। ’’

চন্দ্র তোমারকে অনুসরণ করে এখন তার নাতি-পুতিরাও স্বপ্ন দেখছে বড় শ্যুটার হওয়ার। তার বৃদ্ধ ননদও রয়েছে এই দলে। বর্তমানে অবসরে ‘জোহরি রাইফেল অ্যাসোসিয়েশনে’ কিশোরীদের শ্যুটিং শিখিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্যুটার দাদি চন্দ্র তোমার। জীবনের শেষ দিনটি পর্যন্ত শ্যুটিং চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G