দাফনের সময় নড়ে ওঠা শিশুটি মারা গেছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর দাফনের জন্য গোসল করানোর সময় নড়ে ওঠা সেই শিশুটি এবার সত্যিই মারা গেছে।
রবিবার সকাল ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক শিশুটি মারা যায়।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, শনিবার থেকেই শিশুটিকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছিল। রবিবার সকাল ১১টায় শিশুটি মারা যায়।
গত শুক্রবার মধ্য রাতে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভূমিষ্ট হয়েছিল শিশুটি। জন্মের পর তার নাম রাখা হয় সোবহান।
শনিবার সকাল ৯টায় সদ্যজাত নবজাতক শিশু সোবহান নড়াচড়া করছে না দেখে অভিভাবকরা চিকিৎসকের কাছে ছুটে যান। এরপর চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরে তার পরিবারের হাতে শিশুটির ডেথ সার্টিফিকেট ধরিয়ে দেন চিকিৎসক। নবজাতক শিশুটিকে দাফন করতে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। সেখানে গোসল করানোর সময় সে নড়াচড়া করে ওঠে। এরপর তাকে পুনরায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার অভিভাবকরা। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।
শিশুটির বাবার নাম জাহাঙ্গীর আলম। কেরানীগঞ্জের চুনকুঠিয়া গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। জাহাঙ্গীর আলম তার নবজাতক সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন