দাবি আদায়ে গাছের ডালে মানবাধিকারকর্মী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

women treeদাবি আদায়ের জন্য ৩৩ ঘণ্টা গাছের উপর বসেছিলেন ভারতের উত্তরখণ্ডের তিন নারী মানবাধিকারকর্মী।

অবশেষে দাবি পূরণে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে শুক্রবার গাছ থেকে নামেন তারা।

খবরে বলা হয়েছে, বুধবার দুই দফা দাবিতে দেরাদুন জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের কাছের একটি গাছে উঠে অবস্থান করা শুরু করেন তিন নারী মানবাধিকারকর্মী।

তারা হলেন— ভুমা রাওয়াত, সাবিত্রি নেগি ও ভুবেনেশ্বরি নেগি। তাদের দাবিগুলো হল— সরকারি চাকরিতে মানবাধিকারকর্মীদের ১০ শতাংশ কোটা সংরক্ষণ এবং ৬০ বছরের বেশী বয়সীদের পেনশনের ব্যবস্থা করা।

মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের গণমাধ্যম উপদেষ্টা সুরিন্দর কুমার বৃহস্পতিবার রাতে ওই স্থানে যান এবং মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন বলে জানান। তার এমন আশ্বাসের পরই তারা গাছ থেকে নেমে আসেন।

সুরিন্দর জানান, এরপর শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়েছে। কিন্তু তাদের দাবির ব্যাপারে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে, ৩৩ ঘণ্টা গাছে থাকার কারণে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে সরকার পরিচালিত দুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। -ইন্ডিয়া টুডে।

প্রতিক্ষণ /এডি/কেয়া

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G