দাবি মানার আশ্বাসে রাবির আন্দোলন স্থগিত

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাত দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভিসির সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭টি দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এজন্য চলমান আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগানো, পরিবহণ ব্যবস্থা উন্নতিকরণসহ ছাত্রলীগের সবগুলো দাবিই বিবেচনার যোগ্য। তারা ফলিত গণিত বিভাগে যে অনিয়মের কথা বলেছে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ম মেনে খতিয়ে দেখা হবে।

এ ছাড়াও একজন শিক্ষার্থীর চার বছরের শিক্ষাজীবনে একটি কোর্সে ৫ নম্বর গ্রেস প্রদানের বিষয়টিও ডিনদের সঙ্গে আলোচনা করা হবে।

গত ১৫ ও ১৬ এপ্রিল সাংসদ ওমর ফারুক চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্য নেতারা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তাঁর দফতরে লাঞ্ছিত করেন। এরপর থেকে ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G