দিনভর নাটকীয়তা শেষে প্রিন্স মুসার গাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করায় ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের একটি কালো রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালানো হয় মুসার বাড়িতে। দিনভর নাটকীয়তার অবশেষে ধানমন্ডি থেকে গাড়িটি জব্দ করা হয়।
রঙ বদলে চালানোর পরও শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে না পেরে গাড়িটি লুকিয়ে ফেলেছিলেন মুসা বিন শমসের। মুসার গুলশানের বাড়িতে এই গাড়িটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান শুরু করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুয়া দলিল দিয়ে ভোলা থেকে রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল গাড়িটির। মুসার গুলশানের বাড়িতে এই গাড়িটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযানে যান শুল্ক গোয়েন্দারা। তখন মুসা গাড়িটি সরিয়ে ফেলেছিলেন বলে জানান মইনুল খান।
এদিকে, অবৈধ গাড়িটি জমা দিতে সকাল ৮টায় নোটিস দেওয়া হয় মুসাকে। তখন তিনি বাড়ি থেকে গাড়িটি সরিয়ে ফেলেছিলেন বলে জানান মইনুল খান। শুল্ক গোয়েন্দারা বলেন, গুলশান ২ নম্বর সেকশনের ১০৪ নম্বর রোডের মুসার বাড়িতে গাড়িটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে। কিন্তু এই ফাঁকে গাড়িটি অন্য স্থানে সরিয়ে ফেলেন তিনি।
শুল্ক গোয়েন্দার দল গাড়ির খোঁজ করতে করতে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে রাখা অবস্থায় গাড়িটি পান বলে মইনুল খান জানান। ঐ বাড়ি থেকে বেলা সাড়ে ৩টার দিকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি যখন উদ্ধার করা হয়, তখন এটি ছিল কালো রঙের। তবে নথিপত্র দেখে এর রঙ সাদা ছিল বলে শুল্ক গোয়েন্দারা নিশ্চিত হন।
প্রতিক্ষণ/এডি/জহুরুল