দিনাজপুরের ফুলবাড়িতে তুলার গোডাউনে আগুন
মো: হারুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি টিনের ঘরসহ ২ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া এলাকায় তুলা ব্যবসায়ী বাদশা মিঞার গোডাউনে এই ঘটনা ঘটে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, হঠাৎ ঐ টিনসেটের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখতে পায় লোকজন। সেটা আগুনে রূপ নিলে স্থানীয়রা এসে নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গোডাউনের মালিক বাদশা মিঞা বলেন, ‘আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে তা আগে কখনও দেখিনি। এই আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
প্রতিক্ষণ/এডি/শাআ