দিনাজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৭ সময়ঃ ৮:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৪ অপরাহ্ণ

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলায় ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/১৭’ উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন হলরুমে এ মেলার আয়োজন করা হয়।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজেবুর রহমান মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের সবাইকে বিজ্ঞান মনোস্ক হতে হবে। আমাদের শিক্ষার্থীরা এভাবে বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট তৈরি করলে, তাদের মধ্যে বিজ্ঞানের ভীতি কেটে যাবে এবং আনন্দের সাথে বিষয়টি রপ্ত করতে পারবে। তোমাদের মধ্যেই অনেকে একদিন বিজ্ঞানী হবে, তাই আধুনি পৃথিবী গড়ত বিজ্ঞান পড়ার কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের স্কুল, একঘেয়েমী পড়াশোনার গন্ডি থেকে বের হয়ে বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করতে বলেছেন।

উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

স্টল ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা স্বল্পমূল্যে সার্কিট এবং আলু, লেবু, টমেটো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার প্রজেক্ট প্রদর্শনী করছে।

অন্য একটি স্টলে দেখা যায়, বৈদ্যুতিক এসি যন্ত্র ছাড়াই ফ্যান ও বরফ দিয়ে ঠান্ডা বাতাসের প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে। এছাড়া খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষারর্থীরা প্লাস্টিকের বোতল নির্মিত স্পীডবোট, গাড়ী প্রদর্শন করে উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীর জন্য মাধ্যমিক পর্যায়ে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট গার্লস স্কুল, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়, দুহশুহ উচ্চ বিদ্যালয়, আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়, পশ্চিম বাসুলি উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে খানসামা ডিগ্রি কলেজ, খানসামা মহিলা কলেজ, খানসামা ফাজিল মাদ্রাসা, পাকেরহাট ডিগ্রি কলেজ, গোলাম রহমান শাহ মাদ্রাসা, টংগুয়া মাদ্রাসা, ছাতিয়ানগড় মাধমিক বিদ্যালয় ও কলেজ স্টল দেয়।

উক্ত বিজ্ঞান মেলা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শহিদুজ্জামান শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আজমুল হক সহ অন্যান্য শিক্ষাকর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জব্বার শাহ, আওয়ামীলীগ সম্পাদক মো: শফিউল ইসলাম লায়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা।
মেলার ২য় দিন আগামীকাল বুধবার খানসামা পাইলট স্কুলে উপজেলার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অলিম্পয়াড অনুষ্ঠিত হবে।

খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক কামরুল হাসান এ ব্যাপারে প্রতিক্ষণ প্রতিনিধিকে নিশ্চত করে বলেন, বিজ্ঞান অলিম্পয়াডে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দিবেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G