দিনাজপুর পুলিশ সুপারের ত্রাণ বিতরণ
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:
পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়। পুলিশ যে জনগণের বন্ধু তা আরেকবার প্রমাণিত হল দূর্যোগকালীন সময়ে জনসাধারণের পাশে দাঁড়িয়ে তাদের সাহস যোগানোর কাজ করে যাচ্ছেন দিনাজপুরের পুলিশ সুপার।
তিনি দিনাজপুরের শান্তি শৃঙ্খলা, মাদক-চোরাচালান রোধের সাথে সাথে পুলিশ সুপার বন্যার্তদের ত্রাণ বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
বৃহস্পতিবার দিনাজপর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হামিদুল আলম কোতয়ালী থানার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রাম ও বিরোল থানার ১০ নং রানী পুকুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বন্যায় দূর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ৫০০ টি পরিবারকে তৈল, চাল, আলু, মুসুর ডাল ও চিড়া ত্রান সামগ্রী হিসেবে প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রাণসামগ্রী অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (অপরাধ) মোঃ মাহফুজ্জামান আশরাফ, অতিঃ পুলিশ সুপার( অপরাধ) মোঃ মিজানুর রহমান, অত্র এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ।
প্রতিক্ষণ/এডি/শাআ