দিনোজপুরে বয়লার বিস্ফোরণ: মৃতের সংখ্যা ১২
দিনাজপুরের সদর উপজেলায় চালকল ‘যমুনা অটোরাইস মিলে’ বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো আটজন মারা গেছেন। এর আগে গত বুধবারের এ বয়লার বিস্ফোরণে চারজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।
গত শুক্রবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এই আটজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ছয়জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরো ছয়জন শ্রমিক। তাঁদের সবারই অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে ইউএনবি।
এ ঘটনায় নিহতরা হলেন চালকলের ম্যানেজার রণজিৎ বসাক, শ্রমিক শফিকুল ইসলাম, উদয়, দেলোয়ার, দুলাল চন্দ্র, অঞ্জনা দেবি, মোসাদ্দেক আলী, আরিফুল হক, রুস্তম আলী, মুকুল চন্দ্র, মুন্না ও রিপন।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলায় যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়। এতে ২৮ জন দগ্ধ হন। তাঁদের প্রথমে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই মোকসেদ আলী (৪৮) মারা যান। পরদিন বৃহস্পতিবার আরিফুল ইসলামের (৪৫) মৃত্যু হয়। তাঁদের সবার বাড়ি দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ গ্রামে।
এ ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রন