দিল্লিতে আবারও বিদেশি পর্যটক ধর্ষিত
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
দিল্লির চলন্ত গাড়িতে এবার গণধর্ষণের শিকার হয়েছেন এক নাইজেরীয় নারী। শুক্রবার গভীর রাতে শহরের ময়ূর বিহার এলাকার এক ভবনের বাইরে থেকে ৩৫ বছরের ওই নারী অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ময়ূর বিহারের ডিএনডি প্লাজা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। প্লাজার এক কর্মচারীর ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিল পুলিশ। তারা ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওই ভবনের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে পুলিশ দেখতে পায়, চার যুবক একটি হুন্দাই অ্যাসেন্ট গাড়ি থেকে ওই নারীকে ছুঁড়ে ফেলে পালিয়ে যান। সাউথ দিল্লির এক শপিং মল থেকে তাদের গাড়িতে উঠেছিলেন ওই নাইজেরীয় পর্যটক। পরে গাড়িটি রাজধানীর সাকেত এলাকায় পৌঁছুলে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে ওই যুবকরা।
এরপর তারা তাকে ওই ভবনের কাছে ফেলে রেখে যান। যুবকদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করেছে পুলিশ। তাদের গাড়িটিও জব্দ করা হয়েছে। ওই নাইজেরীয় নারী টুরিস্ট ভিসায় ভারতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
ভারতে ধর্ষণ কোনো নতুন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই সেখানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটে থাকে। এই পাশবিক হামলা থেকে রেহাই পান না দেশটিতে বেড়াতে আসা বিদেশি পর্যটকরাও।
প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক মেডিকেল ছাত্রী। এ ঘটনায় গোটা ভারত জুড়ে প্রতিবাদের ঝড় ওঠেছিল। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী।
এছাড়া গত বছর উবের ট্যাক্সিক্যাবে ধর্ষিতা হয়েছিলেন আরো এক নারী যাত্রী। এ ঘটনার জের ধরে দিল্লিতে ওই অনলাইন ট্যাক্সি কোম্পানিটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।
প্রতিক্ষণ/এডি/রাফি