দুই পায়ের কুকুরের বিশ্ব রেকর্ড

প্রকাশঃ সেপ্টেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কুকুর

সার্কাসে সাধারণত দুই পায়ে হাঁটা বাঘ-ভাল্লুক দেখা যায়। কিন্তু কোনো প্রশিক্ষণ ছাড়া স্বাভাবকিভাবে চারপায়ের কোন প্রাণী দু’পায়ে হাঁটলে অবাক হতে হয়, এতে সন্দেহের কোন অবকাশ নেই। এক মহাপ্রতিভাধর কুকুর ছানা সেটাই করে দেখালো।

দু’পায়ে হেঁটে তাক লাগিয়ে দুটো বিশ্ব রেকর্ড গড়েছে সে। লসঅ্যাঞ্জলেসেরে এই কুকুর ছানার নাম জিফ।

কুকুরআকারে বেশ ছোট হলওে বুদ্ধিমত্তার বিচারে অন্য কুকুরদরে থেকে জিফ বেশ এগিয়ে।

গিনেজ ওর্য়াল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, ছানাটি পেছনের পায়ে ভর করে সাড়ে ছয় সেকেন্ডে ১০ মিটার হাঁটতে পারে। আর সামনরে পায়ে হাঁটতে পারে ৮ সেকেন্ডে প্রায় পাঁচ মটিার।

এ দু’টি কোনো চারপায়ের প্রাণীর দুই পায়ে (সামনের ও পেছনের পা) দ্রুত গতিতে হাঁটার রেকর্ড।

প্রতিদিন দু’পায়ে হাঁটার চর্চার মাধ্যমে এসেছে জিফের এই সাফল্য। তার খেলা এখানেই শেষ নয়। নানান ভঙ্গমিায় হাত নাড়িয়ে, কোমর বাকিয়ে সবাইকে মুগ্ধ করতে পারে এই বিস্ময়কর কুকুর ছানা।

চার বছর বয়সী এ ছানাটি এর মধ্যইে সামাজকি যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রয়ি হয়ে উঠছে।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G