দুই-রঙা চোখের বিড়াল
বিড়াল দুটি দেখতে এমনিতেই ভারি কিউট। তার ওপর ওরা যমজ। এ দুটি বিড়ালকে বিশ্বের সবচেয়ে সুন্দর যমজ বিড়াল বলছে বোরডপান্ডা ওয়েবসাইট।
ওয়েবসাইটটি জানাচ্ছে, যমজ এই বিড়াল দুটি হেটারোক্রোম্যাটিক চোখের অধিকারী। অর্থাৎ বিড়াল দুটির দুই চোখ দুই রঙের।
হেটারোক্রোম্যাটিক চোখের মানে হচ্ছে, এক চোখে যদি নীলাভ হয়, তবে আরেক চোখ বাদামী। এক চোখে নীল সমুদ্র, তো আরেক চোখে তামাটে পাহাড়।
বোরডপান্ডা ওয়েবসাইটে যে বিড়াল দুটির কথা বলা হয়েছে সেগুলোর এক চোখ নীল এবং আরেক চোখ বাদামী বর্ণের। দুটি বিড়ালেই একই অবস্থা।
কিংবদন্তিতে বলা হয়, দুই রঙা চোখের মানুষ বা প্রাণীরা পৃথিবীর দুই রূপ দেখতে পায়। তারা একইসঙ্গে মৃত্যুর পরের পৃথিবী এবং আগের পৃথিবী দুই-ই চাক্ষুষ করে। এই বিড়াল দুটির ক্ষেত্রেও কি তাই?
প্রতিক্ষণ/ এডি/ একে
=====