দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় ব্রাজিলের গম
নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট ব্রাজিল থেকে আমদানি করা গম বিতরণের উপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে। রোববার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
জানা যায়, ব্রাজিল থেকে আমদানি করা গম ‘পোকা ধরা ও পচা’ বলে পুলিশের পক্ষ থেকে আপত্তি তোলা হয়।এই আপত্তি’র খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এ নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়।
এর আগে গত ২৮ জুন গম আমদানির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তের নির্দেশনা চেয়ে গম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট পাভেল মিয়া। রিটে দুদকের মাধ্যমে তদন্ত এবং বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে গম পরীক্ষার নির্দেশনা চাওয়া হয়।
এ ছাড়া মানহীন গম আমদানি এবং সরবরাহ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, বিএসটিআই ও বারির ল্যাবরেটরিতে পরীক্ষার কেন নির্দেশনা দেওয়া হবে না, অনিয়মের অভিযোগ কেন তদন্তের নির্দেশনা দেওয়া হবে না মর্মে রুল চাওয়া হয়। এ বিষয়ে প্রাথমিক শুনানি করে ৩০ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি না, সে বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
এর আগে ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে নিতে বাধ্য করা যাবে না এবং কেউ ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নিতে হবে মর্মে আদেশ দিয়েছিল হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হলে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।
প্রতিক্ষণ/এডি/তাফসির