দুটি বিষয়ে সাপোর্ট দেবে এফবিআই
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দুটি বিষয়ে সাপোর্ট দেবে এফবিআই।এর একটি হচ্ছে- লজিস্টিক সাপোর্ট, অন্যটি সুবিধাভোগীদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে ব্যাংকের চুরির ঘটনার তদন্তে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা সিআইডির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রোববার ২টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এফবিআইয়ের একজন সদস্য প্রবেশ করেন। এফবিআইয়ের ওই সদস্যের সঙ্গে টানা দেড় ঘণ্টা বৈঠক শেষে সিআইডির ডিআইজি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “লজিস্টিক বিষয়ের মধ্যে আছে- কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং করা হয়েছে তা উদঘাটনে এফবিআইয়ের সহযোগিতা। আর সুবিধাভোগী বলতে টাকাগুলো যাদের হাতে গেছে তাদের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহে সহাযোগিতা করা। তাছাড়া, ইন্টারপোলের সহযোগিতাও চাওয়া হয়েছে। তারাও তদন্ত কাজে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে”।
সিআইডির অরগানাইজ ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী বলেন, মূলত চারটি বিষয়কে ক্লু ধরে তারা তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন। বিষয় চারটি হচ্ছে সিসি টিভির ফুটেজ, ওয়েবসাইট, ব্যাংক স্টেটমেন্ট এবং ইমেইল।
প্রতিক্ষণ/এডি/কেএইচ
===