দু`দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা রাজশাহীতে

প্রকাশঃ অক্টোবর ১৫, ২০১৬ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

jibonando20161015173537

রাজশাহীতে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ পঞ্চমবারের মতো দু`দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলার আয়োজন করেছে। আগামী ২১ ও ২২ অক্টোবর নগরীর শাহ মখদুম কলেজ চত্বরে এ কবিতা মেলা অনুষ্ঠিত হবে।

কবিতা মেলা উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

‘নতুন তরঙ্গে রৌদ্রে বিপ্লবে মিলন সূর্যে রণ’ শীর্ষক দুই দিনব্যাপী কবিতা মেলার আয়োজনে থাকছে কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা, লেখক আড্ডা, বনভোজন, বাউল সংগীত ও কবিকুঞ্জ পদক ২০১৬ প্রদান অনুষ্ঠান।

কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার জানান, দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্বে দেশ ও বিদেশের দেড়শ প্রখ্যাত কবি-লেখক ও গবেষক উপস্থিত থাকবেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G