দুর্গাপূজায় ‘রঙ’ -এর আয়োজন
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আশ্বিন ও কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুর্গাপূজা পালন করা হয়।
দুর্গাপূজায় এবারের ‘রঙ’ -এর আয়োজন হয়েছে বৈচিত্র্যময়।
দুর্গাপূজা উপলক্ষে কান্তজির মন্দিরের ‘টেরাকোটা’র অনুপ্রেরণায় পোশাকের অনুষঙ্গ হিসেবে এসেছে দেব-দেবী প্রতিমায় পোড়ামাটির ফলকের নকশায় সাজানো শাড়ি, সালোয়ার, কামিজ, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের পোশাক, উত্তরীয় ইত্যাদি।
আর সবকিছুর সঙ্গেই যুক্ত আছে রঙ-এর বৈশিষ্ট্য উজ্জ্বল রঙের সমাহার।সারা বাংলাদেশে রঙয়ের আটটি আউটলেটে পাওয়া যাবে এই পোশাক।
এর মধ্যে সব দেশিদশে পাওয়া যাবে। এছাড়াও উৎসবকে সুন্দর করতে রঙ নিয়ে এসেছে বিশেষ মূল্যছাড়।
কিনতে পারেন অনলাইনেও, www.rang-bd.com। বাসায় বসে সামগ্রী পেতে ব্যবহার করুন হোম ডেলিভারি সার্ভিস, ফোন করুন ০১৮১৯২৫৭৭৬৮।
প্রতিক্ষণ/এডি/তাজিন