জহির ভূইয়া
পুরো দেশের অর্থনীতি নিয়ে প্রতি দিনই টিভিতে টক শো হচ্ছে। আলোচনায় চালের দাম ৮০ টাকা কেজি, তেল ২২০ টাকা আর চিনি ১৫০ টাকা ! সাধারণ মানুষ এখন দুই বেলার জায়গায় এক বেলা খাচ্ছে, এমন খবর প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছে। মধ্যবিত্ত এখন নিম্নবিত্ত হয়ে গেছে। অনেক শিক্ষিত পরিবার যারা ফ্লাটে থাকতো, তারা এখন টিনসেডে নেমে গেছে।
কিন্তু এই পরিস্থিতি, মিরপুর স্টেডিয়ামের সামনে সকাল ১০টায় পর থেকে দেখে বোঝার উপায় কোথায়? কি করে বলা সম্ভব দেশে নিরব দুর্ভিক্ষ চলছে ! কারণ ২০০ টাকার গ্যালারির টিকেট গতকাল কালো-বাজারে বিক্রির খবর এসেছে ৮০০ টাকা। আর আজ ম্যাচ শুরু হওয়া আগে সকালে ১ হাজার টাকাতে বিক্রি করতে দেখা গেল।
তবে এই ক্রিকেট দর্শকদের বেশির ভাগই অল্প বয়সী। ছেলেদের সাথে মেয়েদেরও সকাল ১০টার আগে থেকে মিরপুরের রাস্তায় লাইন দিয়ে গ্যালারিতে প্রবেশ করতে দেখা গেল।
অনেক সাধারণ মানুষকে মন্তব্য করতে শোনা গেল, চাল কেনার টাকা নেই, অথচ দেশে হাজার টাকায় টিকিট কেনার ক্ষমতা আছে অনেকের। এখন প্রশ্ন হচ্ছে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের হাতে টাকা নেই। তাহলে এরা কারা?
প্রতি/ এডি/জহি/রন