দূরপাল্লার রকেট ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
সকল বিরোধিতা উপেক্ষা করে দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপন করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া দাবি করছে, ক্ষেপনাস্ত্র নয়, মহাশূণ্যে কৃত্তিম উপগ্রহ পাঠাতেই এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার এটি উৎক্ষেপন করা হয়।
সম্প্রতি মহাকাশে পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণে জাতিসংঘকে অবহিত করে উত্তর কোরিয়া। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা মনে করে অনেক রাষ্ট্রই এর বিরোধিতা করে। প্রাথমিকভাবে ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রকেট উৎক্ষেপণের সময় নির্ধারণ করে উত্তর কোরিয়া। পরবর্তী সময়ে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নতুন সময় নির্ধারণ করা হয়। উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণের পদক্ষেপের বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। জাপান জানিয়েছিল, উত্তর কোরিয়া কোনো রকেট বা ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করলেই সেটি ধ্বংস করবে সেনাবাহিনী।
পিয়ংইয়ং জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়া অতিক্রম করেছে।
এদিকে, রকেট উৎক্ষেপণের এ ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ তিনটি রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একে ‘জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন’ বলে দাবি করেছেন।
প্রতিক্ষণ/এডি/এফটি