দূরে সরিয়ে দিন বয়সের ছাপকে

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

chemicalpeel_001পরিচর্যা ছাড়া কোনকিছুতেই ভালো পরিবর্তন আশা করা যায় না। যার সাধ আছে সেই করবে সাধনা। আর সিধ্যি লাভ কAlmond-Face-Maskরতে হলেতো সাধনা করতে হবে।

সময়ের সাথে সাথে সবকিছুই ক্ষয় হতে শুরু করে। কোন যত্ম ছাড়া আজকের সৌন্দর্য আগামীকালও থাকবে সেকথা বলা খুব কঠিন।

বয়সের সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাবে এবং বয়সের ছাপ পড়ে যাবে এটাই স্বাভাবিক। যা হারাবার তাতো হারাবেই কিন্তু আমরা নিয়মিত পরিচর্যার মধ্য দিয়ে তা একটু দেরি করিয়ে দিতে পারি। সেখানেই সাধনার সার্থকতা।

জেনে নিন তিনটি অতি সাধারণ অ্যান্টি এজিং উপাদানের কথা যা প্রত্যেকের ঘরে আছে। এসব ব্যবহারে খুব অল্প দিনেই আপনার ত্বক হয়ে উঠবে তারুণ্যের দীপ্তিভরা!

 নারিকেল তেলmask_banana_yogurt_honey-egg-coconut

সকালে ও রাতে মুখে নারিকেল তেলের ম্যাসাজ ফিরিয়ে দেবে ত্বকের তারুণ্য। অল্প কয়েক ফোঁটা তেল নিন,

ঘুমাবার আগে মুখে ম্যাসাজ করে ঘুমান। সানব্লক হিসাবেও ত্বকে ব্যবহার করতে পারেন বিশুদ্ধ নারিকেল

তেল, ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়ক।

ডিমের ফেসপ্যাকf

দুটি ডিমের সাদা অংশ, দুই টেবিল চামচ টক দই ও সামান্য চিনি একসাথে মিশিয়ে নিন। এই ফেস প্যাক মুখে, গলায় ও হাতে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন, দারুণ এই ফেস প্যাক অল্প কিছু দিনেই আপনার ত্বক করে তুলবে তরুণ ও সুন্দর। সপ্তাহে অন্তত ৩ বার করুন।

লেবু

লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে ও ত্বকের টানটান ভাব ফিরিয়ে দেন।

পাকা লেবুর রস নিংড়ে নিন, তাজা রস তুলো দিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ও ময়েশচারাইজার লাগিয়ে নিন। রোজ করুন এই কাজটি।

প্রতিক্ষণ/তাজিন
 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G