সংগ্রামী জেলের গল্প!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
স্যাম নিয়াং! পৃথিবীর সবচেয়ে দূর্ধষ সংগ্রামী জেলে। বাস করেন দক্ষিন আমেরিকার লাউসে। যার দৈনন্দিন জীবনের একদিনের চিত্র উঠে আসল বিবিসির ভিডিও প্রতিবেদনে।
একটি মাত্র মাছ ধরার জন্য স্যাম নিয়াং এর জীবন সংগ্রামের সেই ভিডিও চিত্র দেখার পর যে কেউই স্বীকার করবে তিনিই পৃথিবীর সবচেয়ে দূর্ধর্ষ জেলে।
বর্ষা মৌসুমে লাউসের মেকং নদী স্বাভাবিক তুলনায় ২০ গুন পানিতে ভরে যায়, তৈরী হয় খরস্রোতা, খরস্রোতা সেই নদীর গতি এতটাই তীব্র যে , তা নায়াগ্রা জলপ্রপাতের চাইতেও দ্বিগুন।
জীবনকে হাতের মুঠোয় নিয়ে স্যাম সেই নদীতে প্রতিদিন মাছ ধরে চলে। নদীর অপর পাড়ে মাছের আধিক্য বেশি বিধায়, শুকনো মৌসুমে স্যাম নিজের হাতেই বানিয়ে রেখেছিল তার দড়ির সেতু। বর্ষা মৌসুমে সেই চিকন দড়ির সুঁতো পার হয়েই মাছ ধরতে যায় স্যাম। তার প্রতিটা পা ফেলায় রয়েছে মৃত্যুর ভয়, তবুও জীবন ও জীবিকার আশায় সেকথা যেন ভুলেই যায় স্যাম। ঘরে তার সাত সাতজন সদস্য, যারা দিন শেষে চেয়ে থাকে স্যামের আশায়।
https://youtu.be/TheZhjM0Nec