আইফোন, আইপ্যাড দিয়ে দূর থেকে পিসি নিয়ন্ত্রণ
অ্যান্ড্রয়েডের পর এবার আইওএসচালিত ডিভাইস আইফোন ও আইপ্যাড দিয়ে দূর থেকে পিসি নিয়ন্ত্রণের সুবিধা আনল গুগল। সম্প্রতি আইফোন ও আইপ্যাডের জন্য ‘ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপ’ নামে আইওএস সংস্করণের জন্য অ্যাপ উন্মুক্ত করেছে গুগল।
স্মার্টফোন ও ট্যাব ব্যবহার করে দূর থেকে পিসিতে নিয়ন্ত্রণ নেওয়ার সুবিধা দেবে এই অ্যাপটি। এ ছাড়া দূরে কোনো বন্ধুর আইফোন থেকেও পিসির গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নেওয়া যাবে। এ জন্য কম্পিউটারে ক্রোম ওয়েব স্টোর থেকে ক্রোম রিমোট ডেস্কটপ সেটআপ করে নিতে হবে।
আইফোন বা আইপ্যাডে অ্যাপটি চালু করে অনলাইন কম্পিউটার থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। এই অ্যাপটি একটি কোড তৈরি করে, যা স্মার্টফোন ও ট্যাবে দিতে হয়।