দৃষ্টি এখন নতুন দশ চ্যানেলের দিকে

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৯:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ অপরাহ্ণ

ঢাকা: দেশের অধিকাংশ মিডিয়া কর্মীদের দৃষ্টি এখন অনুমোদন পাওয়া নতুন দশ টিভি চ্যানেলের দিকে। বর্তমান চ্যানেল ছেড়ে নতুন চ্যানেলে সুযোগের অপেক্ষায় এখন অনেকেই। এimagesদিকে, বন্ধ হয়ে যাওয়া কয়েকটি চ্যানেলের যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের জন্যও নতুন চ্যানেলগুলো আশার আলো নিয়ে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশনের এক কর্মী জানালেন, নিঃসন্দেহে এটি আমাদের জন্য আনন্দের খবর। এখন যত তাড়াতাড়ি চ্যানেলগুলো সম্প্রচারে আসার জন্য নিয়োগ শুরু করবে তা আমাদের জন্য ভাল হবে । এভাবে আর কত দিন পারা যায়।
বর্তমানে চাকরিতে বহাল থাকা মিডিয়া কর্মীদের অনেকেই নিজেদের কর্মস্থল পরিবর্তন করতে চাচ্ছেন। বাড়তি বেতন এবং প্রত্যাশিত পদের আশায় এরইমধ্যে তারা বিভিন্ন চ্যানেলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

এমনই এক কর্মী জানালেন, নতুন চ্যানেলগুলোর সবগুলোই যে ভালো হবে তা মনে হয় না। এমন অনেকের নাম শুনছি যাদের টিভি মিডিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। তবে, এরমধ্যে স্থায়ীত্ব ও বেতন কাঠামোর দিক থেকে কয়েকটি চ্যানেল ভালো হবে বলে মনে হচ্ছে। এর মধ্যে বসুন্ধরার নিউজ টোয়েন্টিফোর, আনিসুল হকের যাদু, শাহ আলমগীরের নিউ ভিশনের নাম বলা যায়। এই চ্যানেলগুলোর দিকেই সবার দৃষ্টি থাকবে গুরুত্বের সাথে।

বিভিন্ন চ্যানেল সূত্রে জানা গেছে – সল্প সময়ের মধ্যে জনবল চেয়ে নতুন কয়েকটি চ্যানেল বিজ্ঞাপন দেবে। এর আগেই ফ্রিকোয়েন্সির জন্য বিটিআরসি বরাবর আবেদন করবে তারা।

চূড়ান্তভাবে অনুমোদন পাওয়া নতুন দশ চ্যানেল হচ্ছে-
১. বাংলা টিভি লিমিটেড (আব্দুস সামাদ; এইচ/৪২, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী সি/এ, ঢাকা-১২১৫।
২. চ্যানেল ২১ (আব্দুল্লাহ আল মামুন; ব্রডকাস্ট ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড, প্লানারস টাওয়ার, লেভেল-১৩, স্যুট নং- ৪-৫, ১৩/এ, বিপণন সি/এ, সোনারগাঁও রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
৩. রেনেসাঁ টিভি (চেয়ারম্যান- শাহরিয়ার আলম; বারিন্দ মিডিয়া লিমিটেড; হাউজ নং- ৪৩, রোড নং- ৩৫/এ, ৫ম তলা, গুলশান-২, ঢাকা-১২১২।
৪. ঢাকা বাংলা টেলিভিশন (ব্যবস্থাপনা পরিচালক- ইকবাল সোবহান চৌধুরী; ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশন লিঃ, আজিজ ভবন, ৯৩, মতিঝিল সি/এ, ফ্লোর-০৯, ঢাকা।
৫. এটিভি (আব্বাস উল্লাহ শিকদার; এটিভি লিমিটেড, হাউজ নং-৭৯, ব্লক-ই (২য় তলা), শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি, ঢাকা-১২১৩।
৬. নিউজ টোয়েন্টিফোর ( ব্যবস্থাপনা পরিচালক- সায়েম সোবহান; ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিঃ; বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট নং- ৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯।
৭. আমার গান (চেয়ারম্যান- তরুণ দে; মিডিয়া বাংলাদেশ লিঃ; ২২/এ, ফারুক সরণি (৪র্থ ও ৫ম তলা), নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।
৮. নিউ ভিশন টেলিভিশন (প্রধান নির্বাহী কর্মকর্তা- শাহ আলমগীর; নিউজ এন্ড ইমেজেস লিঃ, হাউজ নং-৬/৯, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
৯. রংধনু টিভি ( খালিদ মাহমুদ চৌধুরী/ এম ইব্রাহিম; রংধনু মিডিয়া লিঃ, ২৫/৪, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।
১০. যাদু মিডিয়া লিঃ (চেয়ারম্যান- আনিসুল হক; লোটাস কামাল টাওয়ার, ১০ তলা, ৫৭ জোয়ার সাহারা সি/এ, নিকুঞ্জ-২, নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা)।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G