দেবহাটায় শুকনো গাছ ভেঙে আহত হচ্ছে পথচারীরা
মীর খায়রুল আলম, সাতক্ষীরা:
সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার বিভিন্ন এলাকায় রাস্তার পাশের হেলে পড়া শুকনো গাছ থেকে প্রতিনিয়ত ডালপালা ভেঙে পড়ছে। ব্যস্ততম সড়কটির পাশে দীর্ঘদিন ধরে এ অবস্থা থাকায় প্রতিনিয়ত আহত হচ্ছে পথচারীরা। এমনকি ডালপালা ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে যানবহনেরও। রাস্তার উভয়পাশে বাজার, স্কুল-কলেজ ও একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন এ এলাকা দিয়ে যাতায়াত করে কোমলমতি শিক্ষার্থীসহ সব ধরনের মানুষ। তাছাড়া হেলে পড়া গাছটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন থাকায় দুর্ঘটনার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে জনসাধারনের।
সম্প্রতি দেবহাটা উপজেলা হতে সখিপুর মোড় এলাকায় অসংখ্য গাছ থেকে ডালপালা পড়ে পথচারিরা আহত হচ্ছে। ইতোমধ্যে কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বৃষ্টিপুর এলাকার বাসিন্দা রনজিত মিস্ত্রি, দেবহাটার রবিউল ইসলামসহ অনেকের গায়ে শুকনো ডাল ভেঙে পড়ায় আহত হয়েছেন। তাছাড়া বর্তমান ঋতুতে কালবৈশাখী ঝড়ে যেকোনো সময়ে শুকনো গাছ ভেঙে বিদ্যুত লাইনের তার ছিড়ে এবং যানবহন বা পথচারীদের উপর পড়ে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একদিকে জনদুর্ভোগ এবং অন্যদিকে দুর্ঘটনা এড়াতে গাছগুলোর ভাঙা অংশ কেটে ফেলার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সাথে কথা বললে তিনি জানান, দুর্ঘটনা এড়াতে শ্রীঘ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিক্ষণ/এডি/শাআ