নিজেস্ব প্রতিবেদক
ঢালিউডের নবাগত নায়িকা নুসরাত ফারিয়া পশ্চিমবঙ্গের এক গনমাধ্যমে, দেশি সিনেমা ও তারকাদের ছোট করলেন। সোমবার পশ্চিমবঙ্গের গণমাধ্যম দৈনিক এবেলায় দেয়া এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়ার বক্তব্যের জের ধরে ঢালিউডে সমালোচনার ঝড় উঠেছে।
নুসরাত ফারিয়া সাক্ষাৎকারে দেয়া এক প্রশ্নের জবাবে বলেন, ‘দেখুন বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে টেলিভিশন ইন্ডাস্ট্রিকেই বোঝায়। ওখানে সোস্যাল মিডিয়ায়, কার কতো ফলোয়ার রয়েছে তা দেখে বিবেচনা করা হয় কে স্টার আর কে নয়।’ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টালিগঞ্জের মধ্যে কোন পার্থক্য নজরে এসেছে আপনাদের?’
বাংলাদেশের সঙ্গে তুলনা করে টালিগঞ্জের প্রশংসায় এ নায়িকা বলেন, ‘ এখানে কাজের পরিবেশ অনেক আলাদা। এখানে ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি এখানে (টালিগঞ্জ) শিখতে এসেছি।’
নবাগত নুসরাত দেশের চলচ্চিত্রাঙ্গনকে বিদেশি গণমাধ্যমে এভাবে তুলে ধরে দেশকে ছোট করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা সাফি উদ্দিন সাফি নুসরাতের উক্ত বক্তব্যের প্রেক্ষিতে ক্ষোভ জানিয়ে ফেসবুকে লিখেছেন- ‘এটা তুমি ঠিক বলো নি। আমাদের চলচ্চিত্রকে তুমি অপমান করেছো। এর জন্য তোমার ক্ষমা চাওয়া উচিৎ। আর তুমি সোস্যাল মিডিয়ার ফলোয়ারের কথা বলছো? ১ কোটি ফলোয়ারের মধ্য একজন রাস্তায় এসে দাড়াক, কেউ ফিরেও তাকাবে না। কিন্তু ফিল্মের একজন স্টার রাস্তায় দাড়ালে কয়েক ঘন্টার জন্য ঢাকা অচল হয়ে যাবে যানজটের কারনে। তখন বুঝবে কে স্টার।’
উল্লেখ্য, ছোটপর্দার উপস্থাপিকা ও মডেল হিসেবে পরিচিত নুসরাত ফারিয়া সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান। চলচ্চিত্রটি অচিরেই বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। তবে নিজের প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই এ নায়িকা বলিউডে ডাক পেয়েছেন। বলিউডি নির্মাতা বিঞ্চু দত্তের ‘গোয়াহ’ সিনেমায় ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করছেন তিনি।
প্রতিক্ষণ/এডি/এফজে