নিজস্ব প্রতিবেদক
শুক্রবার থেকে দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাপৃহে মুক্তি পেয়েছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘‘ মন জানে না মনের ঠিকানা ’’। মৌসুমী ও পরীমণি ছাড়াও ছবিটিতে আরোও অভিনয় করেছেন রাজ্জাক, ফেরদৌস, শিরিন শিলা, শহীদুল আলম সাচ্চু, শাসস সুমন, আফজাল শরীফ, নবাগত তানভীর ও সাজ্জাদ।
ছবিটির গল্পে দেখা যাবে, যমজ দুই বোন। একজনের শরীর অন্যজনের সঙ্গে লাগানো। কিশোরী এই দুই বোনের গন্তব্য ও যাতায়াত সবই এক। একদিন একটি খুন হয়। এ নিয়ে হত্যা মামলাও হয়। খুনি কে ? সন্দেহের তীর আসে এক বোনের দিকে। আর অন্য বোন মামলার প্রতক্ষ্যদর্শী। মামলায় এক বোনকে খুনি হিসেবে দোষী সাব্যস্ত করেন আদালত। কিন্তু জোড়া বোনের একজন তো নির্দোষ। তবে কেন তাকে যেতে হবে জেলে?
ছবিটি প্রসঙ্গে পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘‘ অনেকদিন পর তার নতুন ছবি মুক্তি পাচ্ছে। গল্পের নতুনত্ব, পাশাপাশি গানগুলোও শ্রুতিমধুর’’।
ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘‘ মন জানে না মনের ঠিকানা ’’ বর্তমানে চলছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, অভিসার, সনি, শ্যামলী স্কয়ার, আনন্দ, জোনাকী, সৈনিক ক্লাবসহ বিভিন্ন সিনেমা হলে।