দেশে নতুন রাজনৈতিক দল টিএনপি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান ও দুনীর্তিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করলো নবগঠিত তৃণমূল ন্যাশনাল পার্টি (টিএনপি)। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশের ঘোষণা দেয় সংগঠনটি।
সম্মেলনে লিখিত বক্তব্যে টিএনপির চেয়ারম্যান অ্যাডভোকেট শেলী সুলতানা জামান বলেন, ‘শহীদদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত এ স্বাধীন সার্বভৌম দেশকে রক্ষা করা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, দেশের সব নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করা এবং দুর্নীতিমুক্ত, স্বাবলম্বী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নতুন দল হিসেবে তৃণমূল ন্যাশনাল পার্টির (টিএনপি) নাম ঘোষণা করছি।’
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ভৌগলিক স্বার্থ রক্ষা করতে হলে অবশ্যই প্রয়োজন স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মর্যাদা দিয়ে তা রক্ষা করা। সেই প্রত্যয় নিয়ে আমরা সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে দেশের সার্বিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আগ্রহী।
ব্যক্তি নয়– দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় গণমানুষের পাশে থাকবো আমরা।
সেই প্রেক্ষিতে আমাদের লক্ষ্য হচ্ছে- দেশের রাষ্ট্রীয় প্রশাসন থেকে আমলাতান্ত্রিক দুর্নীতি বন্ধ করা, রাষ্ট্রিয় তথা জাতীয় পুঁজির বিকাশ তরান্বিত করা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এ পাঁচটি মৌলিক চাহিদা- পূরণ করা।’
টিএনপি রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না মন্তব্য করে পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী, যেখানে কোনো অভিভাবক তার সন্তান হত্যা করে ও দেশের সম্পদ নষ্ট করে ক্ষমতায় যেতে চাইবে না।
আবার কোনো অভিভাবক তার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা আঁকড়ে থাকবে না।’
শেলী বলেন, ‘আমরা এমন এক আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ যেখানে বিচারিক প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। বিচার প্রার্থীরা বঞ্চিত হবে না সুবিচার থেকে।’
নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতি গুরুত্ব দিয়ে নবগঠিত টিএনপির চেয়ারম্যান বলেন, ‘প্রশাসনের সর্বস্তরে নারীকে সুযোগদানের পক্ষে আমরা কাজ অব্যাহত রাখবো।
নারী নির্যাতন প্রতিরোধ আইন নয়। আইন হওয়া প্রয়োজন-নির্যাতন প্রতিরোধ আইন, সেখানে নারী-পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না। উভয়েই সমান আইনি সুবিধা ভোগ করতে পারবে।’
এসময় আরো উপস্থিতি ছিলেন- সংগঠনের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, অধ্যাপক নাজমুল হক প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/রাখি