দেশে ফিরতে চান সালাহ উদ্দিন

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৯:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

shalauddinযত দ্রুত সম্ভব দেশে ফিরে আসতে চান বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

সোমবার শিলংয়ে শারীরিক পরীক্ষা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি এসময় দাবি করেন, স্বেচ্ছায় নয় চোখ আর হাত বেঁধে তাকে শিলংয়ে নেয়া হয়েছে।

এদিকে, উত্তর-পূর্ব ভারতের বহুল প্রচারিত সংবাদপত্র দ্য নর্থ ইস্ট টুডে রোববার সালাহ উদ্দিনকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সালাহউদ্দিনকে প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করেন মেঘালয়ের বিশেষ গোয়েন্দা শাখার কর্মকর্তারা। তখন তিনি তাদের জানান, ঢাকার উত্তরার বাসা থেকে অপহৃত হওয়ার পর তাকে গত দুই মাস বাংলাদেশেই একটি ঘরে আটকে রাখা হয়। শুধুমাত্র একটি এক্সহস্টিং ফ্যান ছাড়া সে ঘরে আর কিছুই ছিল না।

এরপর একদিন তাকে চোখ বেঁধে, মুখ ঢেকে একটি গাড়িতে করে ভারত-বাংলাদেশ সীমান্তে আনা হয়। সেখান থেকে আরেকটি গাড়িতে উঠিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা চলার পর তাকে এক জায়গায় ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা। সেখানেই সাইনবোর্ড পড়ে সালাহউদ্দিন জানতে পারেন তিনি শিলংয়ে আছেন।

এতদিন যাবত কিছুই মনে নেই বা স্মৃতিভ্রষ্ট হওয়ার দাবি করা সালাহউদ্দিন গোয়েন্দাদের জেরায় নতুন এই তথ্যগুলো দিয়েছেন বলে জানান গোয়েন্দারা।

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G