দেশে ফিরিয়ে আনতে সমন জারি
ভারতের তদন্তকারি সংস্থা ইসলাম প্রচারক জাকির নায়েককে ধরে আনতে ব্যাপক তৎপরতা শুরু করেছে৷ সন্ত্রাসবাদে প্ররোচনাসহ একাধিক বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে৷ তাই তদন্তকারী সংস্থা তাঁকে অবিলম্বে দেশে ফেরার জন্য সমন জারি করেছে৷ কিন্তু তিনি ফেরেননি৷
আইএনএ’র সর্বশেষ খবর, তিনি এখন সৌদি আরবে আছেন৷ তাঁর বিরুদ্ধে এখন জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে আইএনএ৷ তাতেও যদি কাজ না হয়, তাহলে ইন্টারপোলের ‘রেডকর্ণার নোটিশ’ জারি করা হবে৷ আন্তর্জাতিক আইন অনুসারে তাঁকে ভারতের হাতে তুলে দেবার জন্য বলা হবে সৌদি সরকারকে৷
জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের তথ্যপ্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে তাঁর বাসভবন এবং ১০টি এনজিও’র কার্যালয়ে তল্লাসি চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিডি, ডিভিডি, মোবাইল ফোন, ফাইলপত্র ইত্যাদি এবং নগদ ১২ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷
বন্ধ করে দেওয়া হয় জাকির নায়েক ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং অন-লাইন পরিসেবা৷
প্রতিক্ষণ/এডি/অনু