দেড়’শ কেজি ওজনের বই!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
এই বইটিকে আর পাঁচটি সাধারণ বইয়ের সাথে এক গোত্রে ফেললে চলবে না। রেকর্ড বলছে, শুধু ওজনে নয়, দৈর্ঘ্য-প্রস্থেও এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বই।
অ্যাটলাস, দি আর্থ প্ল্যাটিনাম নামের বিশাল এই বইটি এখন প্রদর্শিত হচ্ছে অস্ট্রেলিয়ায় সিডনির স্টেট লাইব্রেরিতে । সাধারণ মানুষ যাতে বইটি দেখতে পারে, তার জন্য এ ভাবেই থাকবে এক মাস।
এর আয়তন ১.৮ মিটার বাই ২.৭ মিটার। ২০১২-য় প্রকাশিত মানচিত্রের এ বইটি মাত্র ৩১টি কপি ছাপানো হয়েছিল। প্রকাশক অস্ট্রেলিয়ার মিলেনিয়াম হাউজ। যার একটি মাত্রই কপি রয়েছে গোটা অস্ট্রেলিয়ায়, সেটি রক্ষিত সিডনির স্টেট লাইব্রেরিতে।
আন্তর্জাতিক কার্টোগ্রাফার, জিওগ্রাফার ও ফোটোগ্রাফার মিলিয়ে এক শ’ জনেরও বেশি ব্যক্তির ভূমিকা রয়েছে বইটি প্রকাশের নেপথ্যে। মোট পাতা ১২৮টি। এর মধ্যে ৬১টি পাতা জুড়ে রয়েছে মানচিত্র, ২৭টি পাতায় ফোটোগ্রাফি। রয়েছে ১২ হাজার ছবির কোলাজ।
প্রতিক্ষণ/এডি/পাভেল