‘দ্য সান’ টপলেস মহিলার ছবি ছাপতে পারবে না

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৫ অপরাহ্ণ

আর্ন্তজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image.দ্য সান বৃটেনে সবচেয়ে বেশি যে দৈনিক পত্রিকাটি বিক্রি হয় তার নাম।

এই পত্রিকাটি অত্যন্ত বিখ্যাত তার তৃতীয় পৃষ্ঠাটির জন্যে। এই পাতায় প্রত্যেক দিন একজন করে নারীর নগ্ন-বক্ষের ছবি ছাপা হয়। এই নারীরা পরিচিতি পায় থার্ড পেইজ গার্ল হিসেবে।

কিন্তু বর্তমানে পত্রিকাটি এই পাতায় এধরনের ছবি ছাপানো বন্ধ করে দিয়েছে। বলা খবরে বলা হচ্ছে। আজ থেকে ৪৪ বছর আগে পত্রিকাটি এধরনের অর্ধ-নগ্ন বা টপলেস নারীর ছবি ছাপানো শুরু করেছিল।

অস্ট্রেলিয়ান ধনকুবের রুপার্ট মারডক পত্রিকাটি কিনে নেওয়ার পর থেকেই এই তৃতীয় পৃষ্ঠার চল শুরু হয়।’মস্তিষ্ক নয়, শুধুই স্তন’
কিন্তু গত কয়েক বছর ধরে এধরনের ছবি না ছাপানোর জন্যে পত্রিকাটি বড়ো ধরনের চাপের মুখে ছিল।

আন্দোলনকারীরা অভিযোগ করে আসছিলেন যে পত্রিকাটি নারীকে পাঠকদের সামনে যৌন-সামগ্রী হিসেবে তুলে ধরছে।

এজন্যে একটি গ্রুপও গঠিত হয়েছিলো ২০১২ সালে। গ্রুপটির নাম ‘নো মোর পেইজ থ্রি’ অর্থাৎ ‘আর কোনো তৃতীয় পৃষ্ঠা নয়। বহু রাজনীতিকরাও এই আন্দোলনে সমর্থন দিয়ে আসছেন।

আন্দোলনকারীরা বলে আসছেন যে, এই ছবিতে নারীকে ‘মস্তিষ্ক নয়, দেখা হয় শুধুই স্তন হিসেবে।’

এই ছবি না ছাপানোর ঘোষণা পত্রিকাটি থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি কিন্তু জানা যাচ্ছে পত্রিকার কাটতি কমে গেলে তারা এই সিদ্ধান্ত বদলে পুরনো অবস্থায় ফিরে যেতে পারে।

বলা হচ্ছে গত শুক্রবারের সংখ্যাটিই হতে পারে সান পত্রিকাটির এধরনের সর্বশেষ সংস্করণ। সুত্র: স্কাই নিউজ

প্রতিক্ষণ/এডি/হৃদয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G