দ্রুত স্বামীর কাছে যেতে চাই

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hasinaযতদ্রুত সম্ভব ভারতের শিলং-এ অবস্থানরত সালাহ উদ্দিন আহমেদের কাছে যেতে চান স্ত্রী হাসিনা আহমেদ।

বুধবার দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের তিনি একথা জানান।

হাসিনা আহমেদ বলেন, ‘ভিসার জন্য সকালেই আবেদন জমা দিয়েছি। ভিসা হাতে পেলেই আমি শিলং রওনা হবো।’

তিনি বলেন, ‘মঙ্গলবারের পর আর তার (সালাহ উদ্দিন আহমেদ) সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিলং থেকে সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে আইনি জটিলতা বিষয়ে তিনি বলেন, ‘আমরা সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আর এ ব্যাপারে সরকারের সহযোগিতা ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয়। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

জানা গেছে, সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ও তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলসহ চারজনের নামে ভিসার আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজের ৬৩ দিন পর মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি মানসিক হাসপাতাল থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি বর্তমানে শিলংয়ের একটি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G