দ. এশিয়ার উন্নয়নের সেতুবন্ধন হবে বাংলাদেশ

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

A H Mahmudভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের সেতুবন্ধন হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

শুক্রবার সকালে রাজধানীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত-২ দিনব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় শিগগিরই বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের বাস চলাচল শুরু হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘শিগগিরই বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে বাস চলাচল শুরু হবে। যা এই অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। পাশাপাশি ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের সেতুবন্ধন হিসেবে ব্যবহার করা হবে। আর এশিয়াটিক সোসাইটি আয়োজিত-২ দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনার বাংলাদেশের সাথে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ককে আরও সুদীর্ঘ করবে।’

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G