ধনেপাতার চাটনি
তাজিন আকতার, প্রতিক্ষণ ডট কম:
ধনেপাতা
কাচামরিচ
রসুন
পেঁয়াজ
লয়া
লবণ
গোলমরিচ
পরিমাণঃ ধনেপাতা ১ আটি , রসুন ২ কোয়া, মরিচ ২-৩টি, পেয়াজ কুচি হাফ কাপ, লেবুর রস ১/২ টেবিল চামচ, বিট লবন পরিমানমতো, গোলমরিচ সাদমতো।
প্রণালিঃ লবন এবং গোলমরিচ ছাড়া বাকি সব উপকরন ধুয়ে একটি মিক্সারে নিতে হবে।
ব্লেন্ড করে সারভিং বোলে নিয়ে লবন এবং গোলমরিচ দিয়ে গরম ভাত কিম্বা বিকেলবেলা নাশ্তার সাথে পরিবেশন করুন মজাদার ধনেপাতার চাটনি।
তাজিন/প্রতিক্ষণ/এডি/রাকিব