ধনেপাতার চাটনি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ পূর্বাহ্ণ

তাজিন আকতার, প্রতিক্ষণ ডট কম:

dhonepater chatni-3dhania-chatni-1উপকরণঃ

ধনেপাতা

কাচামরিচ

রসুন

পেঁয়াজ

লয়া

বণ

গোলমরিচ

পরিমাণঃ  ধনেপাতা ১ আটি , রসুন ২ কোয়া, মরিচ ২-৩টি, পেয়াজ কুচি হাফ কাপ, লেবুর রস ১/২ টেবিল চামচ, বিট লবন পরিমানমতো, গোলমরিচ সাদমতো।

প্রণালিঃ    লবন এবং গোলমরিচ ছাড়া বাকি সব উপকরন ধুয়ে একটি মিক্সারে নিতে হবে। dhonepatar chatni-2

ব্লেন্ড করে সারভিং বোলে নিয়ে লবন এবং গোলমরিচ দিয়ে গরম ভাত কিম্বা বিকেলবেলা নাশ্তার সাথে পরিবেশন করুন মজাদার ধনেপাতার চাটনি।

তাজিন/প্রতিক্ষণ/এডি/রাকিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G